শিরোনাম
আগামী ০৮ই সেপ্টেম্বর ২০২১ইং তারিখ রোজ: বুধবার অত্র ইউনিয়ন পরিষদেে কোভিড -19 এর টিকার ২য় ডোজ প্রদান করা হবে।
বিস্তারিত
“একটি বিশেষ ঘোষণা”
০১নং রাজাখালী ইউনিয়নের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৮ই সেপ্টেম্বর ২০২১ইং তারিখ রোজ: বুধবার অত্র ইউনিয়ন পরিষদেে কোভিড -19 এর টিকার ২য় ডোজ প্রদান করা হবে।
উল্লেখ্য, যারা গত মাসের ৭ তারিখে ১ম ডোজ টিকা দিয়েছেন শুধুমাত্র তারাই টিকা দিতে পারবেন। নতুন কেউ টিকা দিতে পারবেন না।
২য় ডোজের সময় অনলাইন রেজিষ্টেশনের কপি ও ইস্যুকৃত টিকার কার্ড
অবশ্যই নিয়ে আসতে হবে।
অনুরোধক্রমে
মোঃ ছৈয়দ নুর
চেয়ারম্যান
০১নং রাজাখালী ইউনিয়ন পরিষদ
পেকুয়া, কক্সবাজার।